প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ২০:৫৫

শিক্ষার্থীদের আধুনিক যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে: এম পি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
শিক্ষার্থীদের আধুনিক যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে: এম পি মোশারফ হোসেন

কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীদের আধুনিক যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দেশে শিক্ষার হার যত বাড়বে দেশ তত বেশি উন্নত দেশের কাতারে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। রোববার বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। এম পি সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, কাহালু পৌর বিএনপির আহবায়ক মো. দেলোয়ার হোসেন (বাদল), বিএনপিনেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান আনিছ, হুমায়ন কবির খোকা, ফরিদ উদ্দিন ফকির, আব্দুল হান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, ছালাম সরদার, সাইফুল ইসলাম, যুবদলনেতা জিল্লুর রহমান, আব্দুল মোমিন, আজাদ তালুকদার, পারভেজ আলম, মিলন সরদার, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ (শাওন), ছাত্রদলনেতা মোহাম্মাদ আলী সুমন, ফাহিম আহম্মেদ সুমুন, সুলতান, হাবিব, সোহাগ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

উপরে