প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৫:২১

মুজিববর্ষ উপলক্ষ্যে “তীর” এর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রেস বিজ্ঞপ্তি
মুজিববর্ষ উপলক্ষ্যে “তীর” এর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

হাজার বছরের শ্রেষ্ঠ  বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসাবে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” এর আয়োজনে আজ সোমবার ২০২০ খ্রি. সকাল ১১.০০ টায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক। শিক্ষকগণের মধ্যে মোঃ মঞ্জুর কাদের, মোঃ মতিউর রহমান, মোঃ মোখলেছুর রহমান, ড. মীর ত্বাইফ মামুন মজিদ, শফি মাহমুদ, মোঃ মতিউর রহমান, মোঃ আরিফুর রহমান, অরুপ রতন পাল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, বাপা এর সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে প্রায় ৭০ (সত্তর) জন  “তীর” এর স্বেচ্ছাসেবী কর্মী, বিএনসিসি সদস্য সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রায় ৩০ (ত্রিশ) বস্তা কাগজ, পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য কুড়ানো হয়।

উপরে