প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৭:০৭

কাহালু কেন্দ্রীয় আশরাফুল উলুম হাফেজিয়া ও ফোরকানীয়া মাদ্রাসার ৪ জন হাফেজ ছাত্রদেরকে সম্মানী পাগড়ী প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালু কেন্দ্রীয় আশরাফুল উলুম হাফেজিয়া ও ফোরকানীয়া মাদ্রাসার ৪ জন হাফেজ ছাত্রদেরকে সম্মানী পাগড়ী প্রদান

আজ সোমবার বাদ জোহর বগুড়ার কাহালু কেন্দ্রীয় জামে মসজিদে আশরাফুল উলুম হাফেজিয়া ও ফোরকানীয়া মাদ্রাসার ৪ জন হাফেজ ছাত্রদেরকে সম্মানী পাগড়ী প্রদান করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওঃ আব্দুস সালাম ও কাহালু কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব আলহাজ্ব শাইখ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু কেন্দ্রীয় আশরাফুল উলুম হাফেজিয়া ও ফোরকানীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ও কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মুহম্মাদ আব্দুল মান্নান, আশরাফুল উলুম হাফেজিয়া ও ফোরকানীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আলী আহম্মেদ, কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম রেহমান (টুকু), মাসুম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, পৌর কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম (সাইফুল), দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (সাঈফ), কোষাধ্যক্ষ প্রভাষক কুতুব শাহাবুদ্দিন (বাবু), পাঠাগার সস্পাদক আব্দুল মতিন, কাহালু পৌরপাড়া খাদেমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হান্নান, কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মেহেরুল ইসলাম, কাহালু কেন্দ্রীয় আশরাফুল উলুম হাফেজিয়া ও ফোরকানীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ আসলাম উদ্দিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অত্র মাদ্রাসার ৪ জন নতুন হাফেজ ছাত্র হলেন কাহালু উপজেলার শীতলাই গ্রামের আবু হাসানের পুত্র ওয়েছকুরুনী, দামাই গ্রামের আব্দুল কাদেরের পুত্র নাফিউল ইসলাম, আড়োবাড়ী গ্রামের বেলাল উদ্দিনের পুত্র ছাব্বির আহম্মদ এবং আদমদীঘি উপজেলার সান্তাহারের বেলাল হোসেনের পুত্র

উপরে