প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৫:৩১

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হল মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হল মুজিব জন্মশতবার্ষিকী অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কীর অনুষ্ঠান পঞ্চগড়ে সীমিত পরিসরে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টায় স্থানীয় সার্কিট হাউজ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করা হয়। শুরুতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একশ’ পাউন্ডের কেক কাটেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ অতিথিরা। এখানে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধাসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এই কেকটি সরকারি শিশু সদনসহ বিভিন এতিমখানায় পাঠানো হয়। পরে কালেক্টরেট চত্বরে মুজিববর্ষ লোগে সম্বলিত রঙিন বেলুন উত্তোলন করা হয়।

উপরে