প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৬:১১

করোনা ভাইরাস সংক্রামন থেকে সচেতনতা ও মাস্ক তৈরীর কার্যক্রম শুরু করেছে উদীচী, বগুড়া জেলা সংসদ।

প্রেস বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস সংক্রামন থেকে সচেতনতা ও মাস্ক তৈরীর কার্যক্রম শুরু করেছে উদীচী, বগুড়া জেলা সংসদ।

বাংলদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের উদ্যোগে আজ মঙ্গলবার বগুড়া জেলা কার্যালয়ে সকাল ১১ টায় বিনা মূল্যে বিতরণের লক্ষ্যে মাস্ক তৈরীর কার্যক্রম এর উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।

উদ্বোধন শেষে উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি  মোঃ মাহমুদুস সোবহান মিন্নু সভাপতিত্বে সচেতনামূলক আলোচনা সভায় মুখ্য আলোচক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ড. সাইদুর রহমান মাশরেকী কল্লোল উদীচীর এ উদ্যোগকে  স্বাগত জানিয়ে বলেন, নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিজের, এ ক্ষেত্রে ব্যাপক জনসচেতনতার কোন বিকল্প নেই।

নিজেকে পরিস্কার রাখা সহ নিয়ম অনুযায়ী হাত ধোয়া, সর্দি-কাশির সময় টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে ফেলা, যেখানে সেখানে থুতু বা কফ না ফেলা, চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, ভালভাবে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করলে আমরা এই ভাইরাস সংক্রামন থেকে অনেক রক্ষা পাবো। জ্বর, কাশি, মাথাব্যথা, গলাব্যথা,অজ্ঞান হলে দ্রুত চিকিৎকের পরামর্শ নেবারও আহবান জানান।
 

করোনা ভাইরাস নিয়ে সচেতনামূলক আরো আলোচনা করেন, উদীচী বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি ফিজু চৌধুরী, জেলা উদীচী সহ-সভাপতি সন্তোষ কুমার পাল, এ্যাড লুৎফর রহমান, উদীচী‘র জাতীয় পরিষদের সদস্য আরিফুল হক খান রনিক ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি  মোঃ নাদিম মাহমুদ।
 

সভাটি পরিচালনা করেন উদীচী বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব।

উপরে