প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৬:২৯

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়া প্রেসকাবের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়া প্রেসকাবের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলে উপলে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসকাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসকাব সভাপতি মাহমুদুল আলম নয়ন।

কাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসকাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান সরকার তারা, মুরশীদ আলম।

এসময় উপস্থিত ছিলেন মিলন রহমান, আব্দুস সালাম বাবু, এস.এম কাওছার, আমজাদ হোসেন মিন্টু, জেএম রউফ, এসএম আইয়ুব, সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, কমলেশ মহন্ত সানু, শফিউল আজম কমল, ইলিয়াস হোসেন, এইচ আলিম, ইনছান আলী শেখ, লতিফুল করিম, রেজাউল হক বাবু, এম সিরাজুল ইসলাম, জুয়েল খন্দকার, রাজু আহম্মেদ।

সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর চিন্তা- চেতনার ফসলই হচ্ছে আজকের বাংলাদেশ। মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর মমত্ববোধ ছিল। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।

টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেয়া খোকা নামের শিশুটি কালের আবর্তে হয়ে উঠেছিলেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাণকর্তা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোঁধের কারণে পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু একজন ব্যক্তি নন ব্যক্তির ভেতরে যেন এক বিশ্বস্বত্ত্বা যে স্বত্ত্বার সবটুকু মানবতার অনন্য উদাহরণ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

উপরে