প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৬:৩৩

জয়পুরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত-২

অনলাইন ডেস্ক
জয়পুরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত-২

জয়পুরহাটে গরুবোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ায় ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আবু তালেব (৫৫) ও পূর্ব দুর্গাপুর গ্রামের রাজু আহম্মেদ (২৫)।

আহতরা হলেন—একই উপজেলার দেওগ্রামের হাসান আলী (৩৫), আব্দুর রহিম (৩০), নুর মোহাম্মদ (৩৩), আবুল হোসেন (৪০), জিলহাজ (৩০), পুনট পশ্চিম নয়াপাড়া গ্রামের নুরনবী (৪২), পুনটের চিবাস (৪৫), জাহিদুল ইসলাম (৪৪) ও নাসির উদ্দিন (৩৫)। তাদেরকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, পুনট হাট থেকে গরু নিয়ে ভটভটিযোগে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন কয়েকজন। বানিয়া পাড়ায় আসার পর ভটভটির পেছনের চাকা ফেটে যায়। এতে ভটভটিচালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ১১ জন যাত্রী আহত হলে তাদেরকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় দুপুরে আবু তালেব ও রাজু আহম্মেদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তাদের মৃত্যু হয়। লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

উপরে