প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৭:০০

বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে কাহালুতে বঙ্গবন্ধু কৃষি উৎসব পালন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে কাহালুতে বঙ্গবন্ধু কৃষি উৎসব পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাপতিত্ব করেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মো. আবুল কাশেম আযাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, বগুড়ার এসআরডিআই এর পিএসও শাহ মো. গোলাম মাওলা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, এমআরডিআই, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএমডিএ এর উপজেলা ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বঙ্গবন্ধু কৃষি উৎসবে মেলায় কাহালু উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি পরামর্শ সেবা, লিফলেট বিতরণ, কৃষি বাতায়নে কৃষক তথা সন্নিবেশন কার্যক্রম উদ্বোধন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিষ্টিউট, অনলাইন সার সুপারিশ, মাটি পরীক্ষা ও নমুনা সাংগ্রহ।

কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে গবাদি পশুর ভ্যাকসিন দেওয়া। কাহালু উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পানি পরীক্ষা, মৎস্য চাষ পরিচালনা। দুপচাঁচিয়া বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ এ ডাব্লুউ ডি পদ্ধতির পাইপ বিতারণ করেন।

উপরে