প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৭:১০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালন

বগুড়া প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সভায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৯ মার্চ বিকাল ৪টায় বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন দুলু, টি জামান নিকেতা, এড. আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ্্, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এড. তবিবর রহমান তবি, এড. সাইফুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এড. শফিকুল আলম আক্কাস, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এ বি এম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আসালত জামান, আবুল কাশেম ফকির, এড. মন্তেজার রহমান মন্টু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, ওবায়দুল হাসান ববি, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, সুরাইয়া নিগার সুলতানা ডরথী, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিজার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।

এর আগে সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উপরে