প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ২১:০৮

শিবগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচিতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচিতে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপিত

বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে কেক কর্তন, বৃক্ষ রোপন, দোয়া খায়ের, আলোচনা সভা, আতসবাজীসহ রঙিন সাজে দিবসটি পালিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদুর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুবে রফিক, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আফাজ উদ্দিন, শিক্ষক তছলিম উদ্দিন, ছাইফুল ইসলাম, মাওলানা আনিছুর রহমান প্রমূখ।
দাড়িদহ আমেনিয়া সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে অধ্যক্ষ তরিকুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল মতিন, আব্দুল মজিদ, আনিছুর রহমান, সামছুন্নাহার, উম্মে কুলছুম প্রমূখ।

আলাদিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে বৃক্ষরোপন শেষে অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আকতরুজ্জামান, শিক্ষক তোফাজ্জল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল লতিফ, আব্দুল ওয়াদুদ প্রমূখ।পাতাইর এইউ দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সভাপতি বেলায়েত হোসেন দোজা ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মমিন, শিক্ষক শাহাদত হোসেন, আমজাদ হোসেন, শাহ্ আলম, আনোয়ার হোসেন, আব্দুল মোত্তালেব, মশিউর রহমান, হুমাইয়া আক্তার, মেফতাহুল জান্নাত প্রমূখ।

কিচক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহারুল ইসলাম শফিক, সহকারী প্রধান শিক্ষক উজ্জল কুমার মোদক, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আতিকুর রহমান, হাফিজুর রহমান প্রমূখ।
দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক লুৎফর হায়দার, সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, সাখাওয়াত হোসেন, মোসলেম উদ্দিন, শাহানা বেগম, রুজিনা খাতুন, রেবেকা খাতুন।

দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন, শিক্ষক সাখাওয়াত হোসেন, আব্দুস সাত্তার, মাহফুজা আক্তার, নাহার আক্তার প্রমূখ।
কিচক ইউনিয়নের ঐতিহ্যবাহী শতভাগ কৃতকার্যের সাফল্য অর্জনকারী প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সান ফাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল জোব্বার সরকার বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক উমর ফারুক, সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান, হুমায়ন কবির, রুবেল মিয়া, জান্নাতি আক্তার জুলি, পাপিয়া খাতুন, রুমি খাতুন।

উপরে