প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ২১:১২

শাজাহানপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মোৎসব পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মোৎসব পালিত

পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, কেক কর্তন, বৃক্ষ রোপন, দু:স্থদের মাঝে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মোৎসব পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ এবং পতাকা উত্তোলন করা হয়। পরে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারি দু:স্থ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং বাদ আসর জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, কেক কর্তন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৃথক দু’টি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ইউপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহমুদা পারভীন, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, থানার ওসি আজীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল্লাহ্ আল ফারুক, মামুনুর রশিদ মাস্টার, যুবলীগ নেতা আলী ইমাম ইনোকী, বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মিণ্টু মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপরে