প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০ ১৩:৩৮

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। হিলি সি এ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যের ট্রাকগুলো আনলোড হয়ে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানায়, মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। পাশাপাশি  হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে করোনা ভাইরাসের কারনে থেকে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তবে যেসকল পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে অবস্থান করছে শুধু তাদের জন্য মঙ্গলবার পারাপার স্বাভাবিক ছিলো। বুধবারও তা স্বাভাবিক রয়েছে।

উপরে