প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০ ১৭:০৩

হাকিমপুরে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

করোনা ভাইরাসের অজুহাতে সংকট তৈরি করে কেউ যাতে দ্রব্য মুল্যের দামবৃদ্ধি না করতে পারে সেজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) বাজার মনিটরিং করেছেন উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম।

আজ বুধবার দুপরু ৩টায় হিলি বাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর মনিটরিং করেন তিনি। এ সময় হিলি বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন আদা, তেল, মসলাসহ কাচাঁ বাজার ঘুরে দেখেন এবং দোকানে মুল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান ,সাধারন সম্পাদক আরমান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপরে