প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০ ২১:৪৬

পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তারকে রুখে দিতে হবে: বগুড়া পুলিশ সুপার

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তারকে রুখে দিতে হবে: বগুড়া পুলিশ সুপার

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, বিশ্বজুড়ে আজ সকলে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছে। বাংলাদেশে এর বিস্তার রুখতে হলে এখনই সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করার। নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা এবং সচেতনতার মাধ্যমে একে মোকাবেলা করতে হবে এবং সর্বদা সতর্কতার সাথে জীবন-যাপন করতে হবে।

বুধবার দুপুরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বগুড়া জেলা পুলিশের আয়োজনে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং সতর্কতা অবলম্বন বিষয়ক সচেতনতামূলক শেসন এবং মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার আগেই সকলকে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করতে হবে। সেই সাথে বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের ভুলের কারণে যেন কেউ এই ভাইরাসে সংক্রমিত হতে না পারে সেজন্য সাধারণ জনগণকে তিনি মিডিয়ার মাধ্যমে সর্বদা সচেতন থাকার আহব্বান জানান এবং কোনরকম অসঙ্গতি দেখতে পারলেই তা প্রশাসনকে দ্রুত অবহিত করার কথা বলেন। সেই সাথে যেকোন পরিস্থিতিতে সর্বদা বগুড়া জেলা পুলিশ পরিবার সাধারণ জনগণের পাশে থাকবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন পুলিশ হাসপাতাল বগুড়ার চিকিৎসক অসীম কুমার সাহা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিযুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, গাবতলী থানার ওসি সাবের রেজা, শিবগঞ্জের ওসি মিজানুর রহমান, আদমদিঘী থানার ওসি জালাল উদ্দিন, নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির প্রমুখ। অনুষ্ঠানে জেলা পুলিশ পরিবারের সকল সদস্যদের মাঝে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

উপরে