প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০ ১৩:৪৮

হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা

দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা। দুইদিন আগে যে চাল ছিলো ৩২ টাকা তা বর্তমান খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। ধান সংকট হওয়ায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন মিল মালিকরা। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়ছে চাল কিনতে আসা খেটে খাওয়া দিনমজুরেরা।

অনুসন্ধানে দেখা যায়, দুইদিন আগে অটোমিলের চালের দাম বাজারে যা ছিলো তা গড়ে প্রতিটি চালের দাম খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি ৪ টাকা। দু’দিন আগে গুটি স্বর্ণা ছিলো ৩২ টাকা তা বর্তমান পাইকারী ৩৪ টাকা,খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬ টাকা। স্বর্ণা-৫ ছিলো ৩৪ টাকা, বর্তমান পাইকারী ৩৬ টাকা, খুচরা বাজার ৩৮ টাকা। নাজির শাল চাল ছিলো ৩৪ টাকা তা বর্তমান পাইকারী ৩৬ টাকা,খুচরা দাম ৩৮ টাকা।

এদিকে স্থানীয় মিলের স্বর্ণা-৫ চালের দাম ছিলো ৩০ টাকা,তা বর্তমান পাইকারী বাজার ৩১ টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৩ টাকা কেজি দরে। তবে বেশি দামি ভাল চাল যেমন মিনিকেট জাতীয় চালের দাম বাজারে স্বাভাবিক রয়েছে।

হিলি বাজারে চাল কিনতে আসা দিনমজুর মজির রহমান জানান, বাজারে চাল কিনতে এসে মাথা ঘুরে উঠলো বাবা। দুইদিন আগে যে দামে চাল কিনেছিলাম আজ দেখি সেই চাল প্রতি কেজিতেই প্রায় চার টাকা বেশি। বাড়িতে ৬ জন খানেয়ালা, প্রতিদিন তিন কেজি চাল লাগে। এভাবে যদি দিন দিন চালের দাম বাড়তে থাকে তাহলে কিভাবে তাদের চাহিদা পুরন করবো।

একজন খুচরা চাল ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, হঠাৎ করে চালের দাম বেশি হওয়ায় প্রতিটি চাল ক্রেতাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে। বেশি দামে চাল কিনছি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি বাজারের চাল পাইকার ব্যবসায়ী স্বপন পাল বলেন, দুই সপ্তাহ ব্যবধানে দুই দফায় বেড়েছে চালের দাম। দ্বিতীয় দফায় দুদিনের ব্যবধানে পাইকারী বাজারে বেড়েছে প্রতি কেজি চালের দাম ২ টাকা। খুচরা ব্যবসায়ীরা আবার বিক্রি করছে আরও ২ টাকা বেশি দামে। সরকার মোটা ধান প্রচুর সংগ্রহ করেছে। আগামী রমজানে মুড়ির জন্য মোটা চাল মজুদ করছে অটো রাইস মিলগুলো। চাহিদার তোলনায় বাজারে চাল আমদানি কম। এই কারনে হঠাৎ বেড়েছে চালের দাম, এমনটিই জানালেন তিনি। তিনি আরও জানান, বর্তমান যে দামে চাল বিক্রি করছি তা আমাদের আগের ক্রয় করা চাল। তবে বর্তমান অটো রাইস মিলে চালের যে দাম ধরছে তাতে করে আরও বেশি দামে বিক্রি করতে হবে।

এদিকে ঠাকুরগাঁও ভাইভাই অটো রাইস মিল মালিক সোহেল হোসেন জানান, গতকালকের চেয়ে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চালের দাম একটু কম। গতকাল গুটি স্বর্ণা ও স্বর্ণা-৫ চাল বিক্রি করেছি ৩৬ টাকা। আজ তা বিক্রি করছি ৩৫ টাকা ৫০ পয়সা। দু’দিনের ব্যবধানে চালের দাম কেজিতে ৪ টাকা বেড়ে যাওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, বাজারে ধানের সংকট দেখা দিচ্ছে। এবং গেলোবার কৃষকদের ধানের ফলন কম হয়েছে। দাম ভাল পাওয়াতে গত আমন মৌসুমে ৩৪ জাতের চিকন চালের আবাদ বেশি করেছে ধান চাষীরা। মুলত এসব কারনে মোটা জাতের চালের মুল্য বৃদ্ধি পাচ্ছে।

 

উপরে