প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৬:০১

এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

অনলাইন ডেস্ক
এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড।  এপ্রিলের প্রথম দিন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ শনিবার সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ বিষয়ে জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার পরীক্ষা পেছানোর এ প্রস্তাব  আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি জানান, পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগরিই নতুন রুটিন প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।

উপরে