প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ২০:৫৯

বঙ্গবন্ধু শৈশব থেকে মানুষের প্রতি ভালোবাসা ও অধিকার আদায়ে ছিল সোচ্চার: অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি

ষ্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শৈশব থেকে মানুষের প্রতি ভালোবাসা ও অধিকার
আদায়ে ছিল সোচ্চার: অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকে মানুষের প্রতি ভালোবাসা ও অধিকার আদায়ে ছিল সোচ্চার। তাঁর শুভ জন্মদিন প্রত্যেক শিশুর মানবিক চেতনায় শুভবোধ নিয়ে গড়ে ওঠার প্রতীকী দিন। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তাঁর আদর্শ আমাদের চিরন্তন প্রেরনার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম হতে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী ত্যাগি ও আদর্শবাদী নেতৃত্বে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে সোনার বাংলায় পরিনত করাই হোক মুজিব বর্ষের সকলের অঙ্গিকার।

রুপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেলটা প্লান ২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া ওয়াইএমসিএ এর পলবেসরা অডিটোরিয়ামে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বার্নাড তমাল মন্ডল, ধর্মীয় বিষয়ক সম্পাদক পাস্টার ডেনিস সরকার, কার্যনির্বাহী সদস্য মার্থা সাথী ব্যাপারী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার উপদেষ্টা মিঃ দিলীপ মারান্ডি ও জেমস সুদিপ্ত দেওয়ারী, সাধারন সম্পাদক আশের মাইকেল বেসরা, সহ-সাধারন সম্পাদক মিসেস মলিনা মন্ডল, প্রচার সম্পাদক ছবি রাণী বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ রিটা মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল ব্যাপারী জর্জেট, সহ কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দ। শেষে মুজিব শতবর্ষ উদযাপনের পূর্বে নভেল করোনা ভাইরাস হতে বিশ্ববাসীর পরিত্রান পাবার নিমিত্তে বিশেষ প্রার্থনা করা হয়।

উপরে