প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ২১:৫২

বগুড়ার শেরপুরে ট্রাক ও ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ট্রাক ও ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. কামরুল ইসলাম। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী গ্রামের মৃত শুকুর আলী ছেলে।আজ শনিবার (২১মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাস্থ চান্দাইকোনা হাট থেকে গরু কিনে একটি ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন গরু ব্যবসায়ী কামরুল ইসলাম। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি সম্পন্ন একটি মালবাহী ট্রাক উক্ত স্থানে পৌঁছলে গরু বোঝাই ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যবসায়ী কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। এছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

উপরে