প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৪:২২

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর)
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে জরুরী অবস্থার কারনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অশিক কুমার শ্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে জরুরী অবস্থার কারনে রোববার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দরে অভ্যান্তরীন সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে।

এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ সেকেন্দার আলী রাইজিংবিডিকে জানায়, রোববার ভারতে জরুরী অবস্থার জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি একি অবস্থার কারনে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

 

উপরে