প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৭:৪১

বগুড়ায় একটি হাসপাতাল প্রস্তুত রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
বগুড়ায় একটি হাসপাতাল প্রস্তুত রাখার সিদ্ধান্ত

বগুড়া জেলার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে।

জেলা সার্কিট হাউজে করোনাভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসার জন্য প্রস্তুতিমূলক মতবিনিময় এই সিদ্ধান্ত হয়। বগুড়া জেলা প্রশসানের আয়োজনে আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

সভায় হুইপ বলেন, ‘‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস নামের এই দানবকে পরাজিত করতে হবে। সরকারের একার পক্ষে তা সম্ভব নয়। এর জন্য দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। চীন সুরক্ষ দিয়ে উহানকে করোনামুক্ত করেছে, তেমনি আমরাও পারবো ইনশাল্লাহ।’’

সভায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যক্ষ ডা, রেজাউল আলম জুয়েল বলেন, বিশেষ মুহূর্তে মোহাম্মদ আলী হাসপাতালের সকল রোগীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হবে।

মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি সকলকে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে, বার বার সাবান দিয়ে ভালো করে হাত ধোঁয়ার পরামর্শ দেন।

উপরে