প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ২০:২৩

বগুড়ায় যুবলীগ থেকে বহিস্কার হচ্ছেন আলোচিত সেই নেত্রী

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় যুবলীগ থেকে বহিস্কার হচ্ছেন আলোচিত সেই নেত্রী

বহুল আলোচিত ও বিতর্কিত বগুড়া জেলা যুব মহিলা লীগের সহসভানেত্রী বিলাশী রানীকে দল থেকে বহিস্কারের সুপারিশ এবং দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার দলের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার জেলা যুব মহিলা লীগের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সভানেত্রী অ্যাডভোকেট লাইজিন আরা লিনার সভাপতিত্বে সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের জেলা শাখার সহসভানেত্রী বিলাশী রানীর বিরুদ্ধে সংগঠন বিরোধী বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে (বিলাশী) সংগঠনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা নেত্রী বলেন, তাকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় যুব মহিলা লীগের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা আরো বলেন, মৌখিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।উল্লেখ্য, বিলাশী রানীর বিরদ্ধে সম্প্রতি পিতার মৃত্যু প্ররোচনাসহ বিতর্কিত নানা কর্মকাণ্ডের এলাকার বেশ আলোচনার সৃষ্টি হয়।
উপরে