প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ২১:২২

কাহালুর জামগ্রাম হাটে পণ্যের দাম বেশি নেওয়ায় ২৮ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও মাছুদুর রহমান

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর জামগ্রাম হাটে পণ্যের দাম বেশি নেওয়ায় ২৮ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও মাছুদুর রহমান

রোববার বগুড়ার কাহালুর জামগ্রাম হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে নিদিষ্ট কারণ ছাড়াই পণ্যের দাম বেশি নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে মুদিখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম কামাল, কাহালু থানার এস আই শামীম ও থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। করোনা ভাইরাসের সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে নায্য মূল্যে পণ্য বেচাকেনা করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন ইউএনও মো.মাছুদুর রহমান।

উপরে