প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ২১:২৫

বগুড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কাস্টমস্ সিপাই’র বিরুদ্ধে দুদকের মামলা

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবসরপ্রাপ্ত কাস্টমস্ সিপাই’র বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘ অনুসন্ধান শেষে বগুড়া কাস্টমস্, এক্সাইজ এ্যান্ড ভ্যাট সার্কেল- ১ এর সিপাই নজরুল ইসলাম (৬৪) এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং ভোগদখলের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের পক্ষে বাদী হয়ে নজরুল ইসলামের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। দুদক বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম অবৈধভাবে অনেক সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে তার সম্পদের বিস্তারিত অনুসন্ধান শুরু করা হয়। তদন্তকালে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার বিরুদ্ধে মোট ১৮ লক্ষ ৯৪ হাজার ৪ শত ৪৪ টাকা প্রায় ১৯ লক্ষ টাকার সমমান সম্পদ গোপনের সত্যতা পাওয়া যায় যা তিনি তার নিজ ভোগদখলে রেখেছেন। ঘটনার সুষ্ঠু অনুসন্ধান পরবর্তী বগুড়া সদরের নারুলী হলিউডপাড়া এলাকায় বসবাসরত মৃত: নইম উদ্দিনের ছেলে সাবেক এই কাস্টমস্ সিপাই’র বিরুদ্ধে দুর্নীতির এই মামলা রবিবার দায়ের করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। ইতিমধ্যেই বগুড়াতে ছোট থেকে শুরু করে রাঘব বোয়াল অনেকেরই দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে যা শেষ হলেই প্রমাণ সাপেক্ষে তাদেরও দুর্নীতির শিকড় উপরে ফেলা হবে। সেই সাথে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে দুর্নীতি বন্ধে তিনি সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

উপরে