প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৪:৪১

পার্বতীপুরে ছেলেকে হোম কোয়ারেন্টাইনে না রাখায় বাবাকে জরিমানা

অনলাইন ডেস্ক
পার্বতীপুরে ছেলেকে হোম কোয়ারেন্টাইনে না রাখায় বাবাকে জরিমানা

রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের পার্বতীপুরে ছেলেকে হোম কোয়ারেন্টাইনে না রাখার অপরাধে বাবা আব্দুল ওয়াহেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী। 

রবিবার বিকেলে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া (ঝাড়ুয়াডাঙ্গা) গ্রামে এ অভিযান চালানো হয়। গত ১৩ মার্চ সেলিম রেজা দুবাই থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিল। অনেকবার তার বাড়িতে হানা দিয়েও পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না। তার বাবাকে বারবার বলেও তিনি বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তাকে এ জরিমানা করা হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী জানান- সরকারি তালিকা মতে ১৫১ জন প্রবাসী পার্বতীপুরে এসেছে। খোঁজ পেয়ে এ পর্যন্ত ২৫ জনকে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উপরে