প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ২১:১৫

বগুড়ায় করোনা প্রতিরোধে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহব্বান সদর ওসির

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা প্রতিরোধে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহব্বান সদর ওসির

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান বলেছেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রভাবে আজ সারাবিশ্ব চিন্তিত। বাংলাদেশেও ইতিমধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছেন কোয়ারেন্টিনে। পরিচ্ছন্নতা এবং সচেতনতার মাধ্যমেই এটিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আর সেক্ষেত্রে দেশের এই ক্রান্তিকালে বর্হিবিশ্বের ন্যায় সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্বার্ত আহব্বান জানান।

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে জনসচেতনতায় বগুড়া জেলা মোবাইল ফোন ডিস্ট্রিবিউশন এ্যাসোসিয়েশন এর আয়োজনে সোমবার দুপুরে শহরের সদর পুলিশ ফাঁড়ির সামনে পর্যায়ক্রমে জনসমাগম না করে প্রায় ২ হাজার সাধারণ মানুষের মাঝে সাবান, মাস্ক ও স্বাস্থ’্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে সাধারণ মানুষের কথা চিন্তা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে মোবাইল ফোন ডিস্ট্রিবিউশন এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সদর ওসি। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন টিআই রফিকুল ইসলাম, টিআই আনোয়ার হোসেন, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক পরিমল প্রসাদ রাজ, ডিস্ট্রিবিউশন এ্যাসোসিয়েশন বগুড়া জেলার উপদেষ্টা তুষার আহমেদ, সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সহ-সভাপতি যথাক্রমে শামীম সরকার, বিশ্বনাথ কুন্ডু ও সাইদুর কবীর, সাধারণ সম্পাদক কার্জন, সাংগঠনিক সম্পাদক উদয়ন চৌধুরী, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি এ বাছেদ, সাধারণ সম্পাদক শেখর রায়, প্রচার সম্পাদক মুকুল, টিএমএসএস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম মিঠু, মোবাইল ব্যবসায়ীবৃন্দ যথাক্রমে বাবুল আখতার রিপন, পলাশ আহমেদ, মাহফুজার রহমান প্রমুখ।

উপরে