প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৪:২০

করোনাকে ঠেকাতে রাস্তায় রাস্তায় করিমের মাস্ক বিক্রি

হিলি (দিনাজপুর)
করোনাকে ঠেকাতে রাস্তায় রাস্তায় করিমের মাস্ক বিক্রি
সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্ক। তা থেকে রক্ষা পাবার জন্য মাস্কের ব্যবহার অপরিসীম। করোনার সতর্কতা অবলম্বনে দিনাজপুরের হিলির রাস্তায় রাস্তায় লাঠিতে ঝুলিয়ে মাস্ক বিক্রি করছে করিম মিয়া। তা থেকে চলছে তার সংসার।
 
করিম মিয়া জানান, মাত্র ৮ দিন থেকে মাস্ক বিক্রি শুরু করেছি। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই ব্যবসা করছি। শহর ছাড়াও গ্রাম গঞ্জে ঘুরছি মানুষকে করোনা বিষয়ে  সচেতন করছি এবং মাস্ক স্বল্প দামে তাদের হাতে তুলে দিচ্ছি। প্রতিদিন প্রায় তিন থেকে চার ডর্জন মাস্ক বিক্রি হচ্ছে। ১০ টাকা, ২৫ টাকা ও ৪০ টাকা দামের মাস্ক রয়েছে আমার কাছে। দিনে হাজার থেকে বার'শ টাকার মাস্ক বিক্রি করছি,তা থেকে ২৫০ থেকে ৩০০ টাকা লাভ আসছে।
 
ছয় বছর বয়সী মেয়ে রুকু মাস্ক কিনছে করিমের নিকট। জানতে চাইলে রুকু বলেন, আব্বু-আম্মু বলছে দেশে করোনা ভাইরাস এসেছে,তাই মাস্ক কিনলাম।মাস্ক ব্যবহার করবো। বাসায় গিয়ে সাবান দিয়ে দু'হাত পরিস্কার করবো।
 
মাস্ক কিনতে আসা একজন রিক্সা চালক বলেন, দেশে না কি করোনা নামের একটা ভাইরাস আসছে। যাকে ধরছে সে না কি মারা যাচ্ছে।তাই তার হাত থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে চারটি মাস্ক কিনছি।
উপরে