প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৭:১২

নন্দীগ্রামে সেনা বাহিনী ও পুলিশের টহলে দোকান পাট বন্দ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
 নন্দীগ্রামে সেনা বাহিনী ও পুলিশের টহলে দোকান পাট বন্দ

সরকারী সিন্ধান্তের আলোকে আজ বুধবার নন্দীগ্রাম উপজেলা সদরে সেনাবাহিনী ও পুলিশের টহলে দোকান পাট বন্ধ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউ,এনও মোছা: শারমিন আখতার জানান, গত ২৩শে মার্চ সমবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এর জারিকৃত গন বিঙ্গপ্তি মোতাবেক হোটেল রেস্তরা মেলা যাত্রা সার্কাস গানের আসর সেমিনার সামাজিক কর্মকান্ড ট্রেনিং সেন্টার বিনোদন পার্ক ও সকল ধর্মীয় অনুষ্ঠান  বিভিন্ন কাব  সমুহে গন জামায়েত বা বিভিন্ন টুর্ণামেন্ট  না করার জন্য পরবর্তী নির্দেশ না  দেয়া প্রর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সেই মোতাবেক বুধবার নন্দীগ্রামে সেনাবাহিনী ও পুলিশ সকাল থেকেইে দোকান পাট বন্ধ করে দেয় এবং জনগনকে একত্রিত হতে দেয়নি। করোনা প্রতিরোধে সরকারের এই পদক্ষেপ কে নন্দীগ্রাম বাসী  স্বাগত জানিয়েছে, বর্তমানে  নন্দীগ্রামে ৪০ জন হোম করেন্টাইনে  আছেন ২৩ জনের কোন সমস্যা না থাকার কারনে  তাদের  করেন্টাইন শেষ করা হয়েছে করোনা ভাাইরাস প্রতিরোধে  উপজেলা প্রশাসন  পুলিশ ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক  সচেতনতা মূলক  প্রচারনা চালানো হয়েছে।

উপরে