প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৭:২১

ফটিকছড়িতে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফটিকছড়িতে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং নদী থেকে বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে আয়শা (৫) ও মায়া (৫) নামে দুই শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চননগর বাজারের দক্ষিণে ব্রিজের পশ্চিম পাশে বেড়াজালী চরপাড়ার জনৈক পাখি মেম্বারের পানির পাম্প সংলগ্ন স্থানে নদীর চড়ে খেলতে যায়, ওই এলাকার সরোয়ারের শিশু কন্যা মায়া ও এখলাছুর রহমানের শিশু কন্যা আয়শা খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে প্রায় পানি শূন্য নদীর একটি গর্তে পড়ে যায়।
 
তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। সেখান হতে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরএমও অতনু চৌধুরী তাদের মৃত ঘোষণা করেন।
 
স্থানীয় সূত্রে আরো জানা যায়, লোকমান নামে এক ব্যক্তি ধুরুং নদী হতে মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে গর্ত হয়ে যায়, ওই গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।
উপরে