প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৭:৫৬

ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড়ের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যদ্রব্য বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড়ের উদ্যোগে
হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যদ্রব্য বিতরণ

করোনা ঠেকাতে পঞ্চগড়ে পাঁচ হাসপাতাল ও পাঁচ থানায় এক হাজার দুইশ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হাতে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সংগঠনের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সারজিদ আলম উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি শাকিল আনোয়ার জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঘুড্ডি ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড় জেলা শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কাঁচামাল সংগ্রহ করে। পরে পঞ্চগড় এম আর সরকারি কলেজ ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের মাঝে বিতরণের জন্য প্রদান করা হয়েছে। সেই সাথে চাল, ডাল, আটা, আলু ও সাবান দিয়ে তৈরী করা ১৫০ প্যাকেট খাদ্যদ্রব্য দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপরে