প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ২১:৪৮

নন্দীগ্রামে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাস সংক্রমণ রোধে নন্দীগ্রাম থানা পুলিশের উদ্যোগে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ২৬ শে মার্চ দুপুরে নন্দীগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম প্রমুখ। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির জানান, সাড়ে ছয় হাজার লিটার ধারণমতা সম্পন্ন একটি জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করে নন্দীগ্রাম পৌর শহরকে জীবাণুমুক্ত করা হচ্ছে।

উপরে