প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১৩:৪৬

আদিবাসীদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন ইউএনও

হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
আদিবাসীদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন ইউএনও

দিনাজপুরের ঘোড়াঘাটে গরীব ও হতদরিদ্র আদিবাসিদের ঘরে ঘরে গিয়ে ১৫-দিনের খাদ্যসামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম হোসায়িন। এসময় চাল,ডাল,আলু,লবন,তেল ও সাবান পৌছে দিয়ে জনসাধারনকে বাড়ীতে থাকতে বলেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার আদিবাসি বেলতলি, কুচারপাড়া,গুচ্ছগ্রাম ও চকবামনিয়া বিশ্বনাথপুর, রানীগঞ্জ এলাকার গরীব ও অসহায় আদিবাসীসহ মানুষের মাঝে ১৫-দিনের খাদ্যসামগ্রী পৌছেদেন।

ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম জানান, উপজেলায় সরকারী ভাবে ৮ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। এসময় বৃত্তবানদেরও অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

উপরে