প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১৩:৪৮

হিলিতে ডিসি’র নির্দেশ অমান্য করায় ৫ দোকানিকে জরিমানা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা:
হিলিতে ডিসি’র নির্দেশ অমান্য করায় ৫ দোকানিকে জরিমানা

দিনাজপুরের হিলিতে জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করায় ৫ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।এসময় হাকিমপুর থানা ওসি (তদন্ত) মাহাবুব রহমান পিপিএম, এসআই বেলাল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, করোনা ভাইরাসের মোকাবেলায় গতকাল সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশক্রমে আজ দুপুর পর্যন্ত মাইকিং করা হয়েছিলো। তাতে বলা হয়েছে আজ সোমবার থেকে দুপুর ১ টা পর্যন্ত কাঁচা বাজার, মদিদোকান খোলা থাকবে। দুপুর ১ টার পর শুধু ঔষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। যদি কেহ এই আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এরই প্রেক্ষিতে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিবিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি আরও জানান, করোনার সতর্কতা জারি থাকাকালীন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় হিলি বাজারের জাহিদুল ইসলামের পোল্ট্রি এন্ড হ্যাসারির দোকানে পাঁচ হাজার টাকাসহ পাঁচ জনকে মোট সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপরে