প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ১৬:০৯

হিলিতে আননু জুটমিল শ্রমিকদের মাঝে খাবার বিতরণ।

অনলাইন ডেস্ক
হিলিতে আননু জুটমিল শ্রমিকদের মাঝে খাবার বিতরণ।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে দিনাজপুরের হিলিতে ঘরবন্দি আননু জুট মিলের ৭শ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জুটমিল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুর ২টায় দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক মিল চত্বরে এসব খাদ্য বিতরণ কাজের উদ্বোধন করেন।

এসময় মিলের প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি তেল ও একটি সাবান বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী প্রতি সপ্তাহে এক বার করে বিতরণ করা হবে বলে জানান জুটমিল কর্তৃপক্ষ।

এসময় হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শিবলী সাদিক জানান, হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা ৪০ হাজার ঘরবন্দি অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে সকলের ঘেবে খাবার পৌছে যাবে।

হিলি আরনু জুট মিলের ম্যানেজার মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসকে কারনে মিল বন্ধ করা হয়েছে। শ্রমিকরা গৃহবন্দি হয়ে পড়েছেন। এতে করে কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া অসহায় শ্রমিকরা। বিপদে তাদের পাশে দাড়াতে জুট মিলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপরে