প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ২০:৫২

শাজাহানপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের খাদ্য সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার
শাজাহানপুরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের খাদ্য সামগ্রী বিতরণ

বগুড়ার শাজাহানপুরে করোনাভাইরাসের কারণে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু।বুধবার সকালে উপজেলা  চত্বরে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া দেন উপজেলা চেয়ারম্যান।করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যানের নিজ উদ্যোগে খাদ্য বিতরণ অংশ হিসেবে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের  মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।  প্রতি জনকে ৮ কেজি চাল, ১ কেজি ডাল,৩ কেজি আলু, ১/২ লিটার তেল, ১ কেজি লবণ, সাবান দেওয়া হয়।

শাজাহানপুরের  তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর স্বপ্না জানান,আমরা ১৫ থেকে ২০ জন ট্রান্স জেন্ডার ও হিজড়া বোন একসাথে থাকি।আমাদের  মধ্যে  অনেকে হোটেলে কাজ করে বেশ কয়দিন হলে হোটেল বন্ধ , নাচ-গান, বিয়ে বন্ধ ফলে আমারা গৃহবন্দী ছিলাম।আমাদের খাবারের যোগান প্রায় শেষ মুহূর্তে এমন সময় চেয়ারম্যান কাছ থেকে চাল,ডাল,আলু,তেল,লবণ পেলাম এগুলো অন্তত আমাদের ১৫ দিন চলে যাবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস প্রভাবে ফলে সাধারণ জনগণ যেখানে অচল হয়ে পড়েছে সেখানে হিজড়া,লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের অস্তিত্ব নেই বললেই চলে।আমাদের উচিৎ দুর্দিনে অবহেলিত জনগোষ্ঠীর পাশে  দাড়ানো।

উপরে