প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ২১:৩৩

শেরপুরে দুই সহস্রাাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এমপি হাবিব

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে দুই সহস্রাাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এমপি হাবিব

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্নতায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাবিবর রহমান।আজ বুধবার (০১এপ্রিল) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধর্মমোকাম উচ্চ বিদ্যালয় প্রাঙণে করোনার কারনে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক ও নিম্ন আয়ের কয়েকশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে এই আহবান জানান তিনি।

স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিতরণ অনুষ্ঠানে এমপি হাবিবর রহমান আরও বলেন, বৈশ্বিক এমন বিপর্যয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সামাজিক বিচ্ছিন্নতায় দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই এখনই তাদের পাশে দাঁড়ানো অতিব জরুরি। করোনায় হতদরিদ্রদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এক্ষেত্রে সমাজের বিত্তবানসহ নানা শ্রেণীপেশার মানুষদেরও এগিয়ে আসতে হবে। করোনামুক্ত বাংলাদেশ গড়তে বিপাকে পড়া হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে দিন এনে দিন খায় এমন মানুষদের প্রতি সমাজের বিত্তবানদের সহায়তার হাত বাড়াতে হবে।

সাধ্যানুযায়ী করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। উক্ত বিতরণ অনুষ্ঠানে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, পিএস কোরবান আলী মিলনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সরকারদলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান দুই সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপরে