প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ২১:৩৭

নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ১লা এপ্রিল বিকেল ৩ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ প্রমুখ। এরপর নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ী নিয়ে নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় জীবাণুনাশক স্প্রে করার কার্যক্রম পরিচালনা করেন।

উপরে