প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ২১:১৭

সৈয়দপুর দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রভাবে নীলফামারীর সৈয়দপুরে ঘরবন্দী, কর্মহীন, দুস্থ ও  অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অনূর্ধ-২৩ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রবিউল হক রুবেল।তিনি আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন ও পৌরসভার কয়েক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের হাতে ওই সব খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।

প্রথমে দুপুরে সৈয়দপুর পৌরসভার রসুলপুর এলাকা থেকে তাঁর খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়। এর পর একে একে শহরের নতুন বাবুপাড়া, শেরে বাংলা সড়কের তামান্না সিমেনা হল প্রাঙ্গন, বাঙ্গালীপুর নিজপাড়া ও বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া ও মুজার মোড় এলাকায় গিয়ে কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ওই ক্রিকেট তারক রবিউল হক রুবেলা।

এ সময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক কাজী জাহিদ, এম আর আলম ঝন্টু, ইনডিপেন্ডেন্ট  টিভির নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন।বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু তেল ও সাবান।  ক্রিকেট খেলোয়াড়ের স্ব উদ্যোগে ওই দিন প্রায় শতাতিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কৃতি ক্রিকেট খেলোয়াড় রবিউল হক রুবেল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বর্তমানে  বিশ্বে এক ভয়াবহ সংকটময় অবস্থা বিরাজ করছে।  বিশ্বের অনেক দেশ লকডাউন ঘোষণা করেছেন। আমাদের দেশেও অঘোষিত লবডাউন চলছে। এতে করে  খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষগুলো একেবারে কর্মহীন পড়ে পড়েছেন।  আয়রোজগারের পথ রুদ্ধ হয়ে পড়ায় তারা  পরিবার পরিজন নিয়ে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকার  দেশের কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছেন।  কিন্তু সরকারের একার পক্ষে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সহায়তা দেয়া কষ্টকর হয়ে পড়েছে। সরকারের সঙ্গে সঙ্গে আমাদের সমাজের সম্পদশালীদের সামাজিক দায়দায়িত্ব থেকে দেশের  কর্মহীন দুস্থ,অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

উপরে