প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৫:০৪

ধৈর্য হারাবেন না, নির্দেশনা মেনে চলুন: কাদের

অনলাইন ডেস্ক
ধৈর্য হারাবেন না, নির্দেশনা মেনে চলুন: কাদের

করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে ধৈর্য না হারিয়ে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশে যথেষ্ট পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় ২৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিম্নআয়ের ব্যক্তিদের ‘ঘরে ফেরা কর্মসূচি’র আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

আজ মশুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এ নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে সংকট আরো ঘণীভূত করছে।  কবে এ পরিস্থিতি শেষ হবে কেউ জানে না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সময়োপযোগী পদক্ষেপ নিয়ে নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি।

তার নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসছেন।  আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর আরোপিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং কেউ দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা করছেন না।’

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষ যাতে কষ্ট না পায় সেই ব্যাপারে সবাইকে সতর্ক সচেষ্ট থাকতে হবে।  কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না।’

করোনা সংকটে এক শ্রেণির মতলববাজ দেশে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে গুজব সৃষ্টির মাধ‌্যমে অপপ্রচার করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে জানিয়ে তিনি বলেন, ‘এই মতলববাজ মহলটি দেশের এই সংকটেও অশুভ খেলায় মেতে উঠেছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের পার্টির নেতাকর্মীদের সচেতনতার কর্মসূচিতে অংশ নিতে হবে, যাতে জনগণ গুজবে বিভ্রান্ত না হয়।  এজন্য নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে।’

করোনাভাইরাসের কারণে দলের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়-কর্মহীনদের পাশে দাঁড়ানোর প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘একদিকে সরকার মানুষকে সাহায‌্য করছে। অন্যদিকে বিত্তবানরা এগিয়ে এসেছেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক ’

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মধ‌্যে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসব কার্যক্রম পরিচালনা করেন।

উপরে