প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ২০:১৮

কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল বগুড়া জেলা ছাত্রলীগ

ষ্টাফ রিপোর্টার
কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল বগুড়া জেলা ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় ও বগুড়া চেম্বার অব কমার্স’র সভাপতি  মাসুদুর রহমান মিলন সার্বিক  সহযোগিতায় বগুড়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুক্রবার সকালে বগুড়া সদরে সাবগ্রাম ও রাজাপুর ইউনিয়নে ১০০ পরিবারটি মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম সাবগ্রাম ও রাজাপুর ইউনিয়নের খামারখান্দি গ্রামের ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ টি মাস্ক ও নগদ ১০০ টাকা করে বিতরণ করা হয়।

ছাত্রনেতা মুকুল ইসলাম বলেন,  করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন এবং বাড়িতে সুরার জন্য বাহিরে জরুরী কাজ ছাড়া না বের হওয়ার জন্য অনুরোধ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বগুড়া জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্স’র সভাপতি  মাছুদুর রহমান মিলনের সার্বিক সহযোগিতায় ছাত্রলীগের সকল নেতা কর্মীরা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য সামগ্রী বিতরণকালে বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মেহেদী, শামীম, তামিম, সোহাগ, সেলিম, মিরাজ, অন্তর, সৌরভ,  জ্বীম, শিহাব, আহাদ সাহরিন ও মোমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপরে