প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ২১:১৫

শাজাহানপুরে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে পড়েছে গোটা দেশ । এর ফলে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই সব শ্রমজীবি মানুষের মাঝে দাঁড়িয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন বিএনপি। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে খরনা নাদুরপুকুর  হাইস্কুল মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

খরনা ইউনিয়ন বিএনপি আহবায়ক হাফিজার রহমান কাজলের সভাপতিত্বে  ও যুগ্ম-আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী রনির পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য এনামুল হক শাহীন, আবু শাহীন সানি, আজিজুর রহমান বিদ্যূৎ, মোকছেদ আলী, বিএনপি নেতা ইদ্রিস আলী সাকিদার, খরনা ইউনিয়ন বিএনপি নেতা সাজু, হযরত আলীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।  জাতির এ দুর্দিনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মরণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় খরনা ইউনিয়ন বিএনপি কর্মহীন মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির দু:দিনের কান্ডারী হাই সিদ্দিকী রনি ।

উপরে