প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ১৯:৫৯

হিলিতে সামাজিক দুরুত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনা বাহিনীর অভিযান

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে সামাজিক দুরুত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনা বাহিনীর অভিযান

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালিন সময়ে হিলি বাজারে সেলুন এবং উপজেলার বিভিন্ন বাজার-ঘাট ও রাস্তায় অযথা ঘোরাফেরা করার অপরাধে ২২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ হাজার ৭’শ টাকা অর্থ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম। তিনি স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দুরুত্ব বজায় রাখার আহ্বান জানান।এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (হিলি সার্কেল) আখিউল ইসলাম, সেনাবাহিনীর ৬৬ পদাতিক এর ক্যাপ্টেন আবু আহাদ হিমেল ও হাকিমপুর থানা এসআই বেলাল হোসেন।

উপরে