প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২০:১০

বগুড়ার শেরপুর পৌরসভায় হাত ধোয়ার বেসিন ও পানির ফিল্টার মেশিন স্থাপন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর পৌরসভায় হাত ধোয়ার বেসিন ও পানির ফিল্টার মেশিন স্থাপন

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বগুড়ার শেরপুর পৌরসভার একাধিক স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপদ পানি সরবারের ফিল্টার মেশিনও স্থাপন করা হয়। এছাড়া মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (০৪এপ্রিল) ও গত শুক্রবার (০৩এপ্রিল) পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এসব কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক নিমাই ঘোষ, সমাজসেবক বর্ধনাথ রায়, উত্তম ঘোষ, রঞ্জন সাহা, গাজিউর রহমান, আজিবর সেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেরপুর প্রেসকাবের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বার বার হাত ধোয়ার জন্য তার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য চারটি বেসিন ও নিরাপদ পানি সরবরাহের জন্য ফিল্টার মেশিনও স্থাপন করা হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ এসব স্থানে জনস্বার্থে এসব স্থাপন করা হলো। এছাড়া ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনের লক্ষ্যে ড্রেনগুলো পরিস্কার-পরিচ্ছন্নার পাশাপাশি মশক নিধন ওষুধ ছিটানো হয়েছে। এই সাংবাদিক জনপ্রতিনিধি আরও বলেন, বর্তমান সময়ে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সবাই চিন্তিত। তাই এই ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নিদের্শনাগুলো মেনে চলতে হবে। অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া ও ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

উপরে