প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২০:১২

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মুখ থুবরে পড়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মুখ থুবরে পড়েছে

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের অজুহাতে চিকিৎসা ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। রোগীরা ঠিকমত চিকিৎসাসেবা না পাওয়ায় আউটডোর ও ইনডোরে রোগীর সংখ্যা অনেক কমে গেছ। অনেক চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের সাথে অসৌজন্য মূলক আচরণের  অভিযোগও উঠেছে।

জানা যায়, উপজেলার বিপুল সংখ্যক জনগোষ্ঠির চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে এক সময় রোগীদের প্রচুর ভিড় থাকলেও বর্তমানে রোগী সংখ্যা অনেক কমে এসেছে। তথ্যানুসন্ধানে জানা যায়, গত দুই/তিন মাস আগেও স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন আড়াই/তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহন করেছেন। এ ছাড়াও ইনডোরে চিকিৎসারত থাকতেন অনেক রোগী। বর্তমানে এ সংখ্যা কমে আউটডোরে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসা গ্রহন করছেন। ইনডোরেও দেখা গেছে রোগীর সংখ্যা খুবই কম। অধিকাংশ বেড রোগীশূন্য ফাঁকা পড়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছাড়াও রোগীদের সাথে চিকিৎসকদের অসৌজন্য মূলক আচরণের কারনে রোগীরা এখানে আসতে অনিহা প্রকাশ করছেন বলে জানা যায়। বিশেষ করে ২ জন মহিলা চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ অহরহ উঠছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোখসানা হ্যাপি বলেন, স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ে নাই। যেসব রোগী আসছে তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। যে ২ জন মহিলা চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের সাথে অসৌজন্য মূলক আচরণের অভিযোগ উঠেছে বিষয়টি আমি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

উপরে