প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১১:৫২

মাদারীপুরে জ্বর-গলাব্যথা নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক
মাদারীপুরে জ্বর-গলাব্যথা নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ড্রেজার ব্যবসায়ীর মৃত্যু।

মাদারীপুরের কালকিনিতে শ্বাসকষ্ট, গলাব্যাথা ও জ্বর নিয়ে ৫৪ বছরের এক ড্রেজার ব্যবসায়ী মারা গেছেন।

শনিবার রাত ১২টার দিকে কালকিনির কয়ারিয়া ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তবে, মৃত ব্যক্তি করোনা রোগে আক্রান্ত ছিল কি-না বিষয়টি এখনো জানা যায়নি। এ খবরে পুরো এলাকায় বিরাজ করছে থমথম পরিস্থিতি।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বিধান সানাউল্লাহ জানান, ওই ব্যক্তির মৃত্যুর পর স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে। তিনি করোনা রোগে আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এজন্য স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি বিদেশফেরত কিংবা তার পরিবারের কোনও সদস্য বিদেশফেরত ছিল না। 

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ওই বাড়িতে পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করছে। ওই এলাকা লকডাউন করা হবে কি-না সিদ্ধান্ত নিয়ে জানাবো হবে।

উপরে