প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২০ ১৪:৫৭

আজ থেকে পঞ্চগড়ে বেলা ১টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
আজ থেকে পঞ্চগড়ে বেলা ১টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ

পঞ্চগড়ে করোনা ভাইরাস সংক্রমন রোধে আজ মঙ্গলবার থেকে বেলা ১টার পর ওষুধের দোকান ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। তবে সকাল থেকে বেলা ১টা পর্যন্ত গালামাল, কাঁচামাল ও বেকারীর দোকান খোলা থাকবে। এই সময়ের মধ্যে নিরাপদ দুরত্ব মেনে পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র কেনার জন্য সর্ব সাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

সকল মানুষকে বাড়িতে থাকার আহবান জানিয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই দিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

উপরে