প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২০ ২০:৫৮

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ

ষ্টাফ রিপোর্টার
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ

করোনাভাইরাস প্রভাবের কারণে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার এসএম জাকির হোসেনের উদ্যোগে ৫এপ্রিল রোববার দিবাগত রাতে ধাপসুলতানগঞ্জ হাটে বসবাসকারী কর্মহীন ঝাড়ুদার পরিবার, উপজেলা চত্বরে এলাকায় কর্মরত সংবাদপত্র হকার ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফীন, সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা টেকনিশিয়ান নাজমুল হক উপস্থিত ছিলেন। করোনা উপসর্গ সন্দেহে ওইদিন বিকালে দুপচাঁচিয়া পৌর এলাকার চকসুখানগাড়ী মহল্লার মৃত আজিমুদ্দিনের ছেলে পৌরসভার শ্রমিক তোতা মিয়ার স্যাম্পল সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও ৬এপ্রিল সোমবার সকালে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সমন্বয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে ৪৬০জন কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। এসময় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহসভাপতি আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, সরওয়ার খান, গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোত্তালেব হোসেন শেখ, দপ্তর সম্পাদক ইউনুছ আলী দুলাল, আ’লীগ নেতা আমিনুর ইসলাম পলাশ, দেলোয়ার হোসেন, আক্কাছ আলী সহ তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে বিদেশ ফেরত ১৪জনকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে ৪৬জন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

উপরে