প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২০ ২১:২৯

খাদ্যাভাবে জড়োসড়ো হয়ে রাস্তায় কুকুর

ষ্টাফ রিপোর্টার
খাদ্যাভাবে জড়োসড়ো হয়ে রাস্তায় কুকুর

সরকারী নির্দেশে করোনা ভাইরাসের মোকাবেলায় ঘর বন্ধি মানুষ। জরুরি কাজ ছাড়া বাহিরে কেউ বের হতে পারবে না। মানুষের এই সতর্কতা মেনে চলার প্রভাব পড়ছে গ্রাম-গঞ্জ, রাস্তাঘাট ও শহরের আনাছে কানাছে ঘুরে বেড়ানো কুকুর আর বিড়ালদের উপর। দোকানপাট, হোটেল বন্ধ। কোথাও মানুষের আনাগোনা নেই। যে স্থানগুলোতে মানুষ খাবার কিনে খেয়ে তার অবশিষ্ট রাস্তায় ফেলে দিতো তা কুকুর বিড়ালে খেয়ে তাদের জীবন বাঁচাতো। খাদ্য না পেয়ে বিপাকে পড়েছে এলাকার সকল কুকুর-বিড়াল গুলো।

হিলি বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুকুর-বিড়ালগুলো খাবার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় জড়োসড়ো হয়ে রাস্তায় শুয়ে আছে। ক’দিনের করোনার সতর্কতায় তাদের অবস্থা বেহালদশা। মনে হয় শরীরে কোন জোরশক্তি নেই। হাটার গতি দেখে মনে হয় কখন যেন মুখথুপড়ে পড়বে। তাদের গলায় নেই আর আগের মতো সেই গর্জন। একে-অপরের প্রতি নেই কোন আক্রষ। সবাই যেন নি;সতেজ হয়ে গেছে।কোথাও কোন লোক দেখলেই তারা ছুটে আসে খাবারের আশায়। কিন্তু নিরোশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। তাই আমাদের উচিত মানুষের পাশাপাশি এসব অবলা পশুদেরও খাবারের কিছুটা হলেও ব্যবস্থা করা।

উপরে