প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২০ ২০:১৬

চেয়ারে বসে চাল গ্রহণ করলেন ৪৭৬ উপাকরভোগী

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
চেয়ারে বসে চাল গ্রহণ করলেন ৪৭৬ উপাকরভোগী

চেয়ারে সারি সারি বসা লোকজন। সুনশান নিরবতা। যেন আত্বীয় এসেছে বাড়ি। সেভাবে কদর হচ্ছে চেয়ারে বসা মানুষদের সাথে। একজন ভদ্রলোক এক এক করে সবার পরিবারের খোজখবর নিচ্ছেন। সবাইকে বলছেন- কেউ বাড়ি থেকে বের হবেন না। নিজে সুস্থ্য থাকবেন, প্রতিবেশীদের সুস্থ্য রাখবেন। নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন। চেয়ারা বসারা হচ্ছেন উপকারভোগী আর যিনি বক্তব্য রাখছেন তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ। এভাবে মঙ্গলবার ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়।

২০১৯-২০২০ চক্রে কিশোরগঞ্জ সদর ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ৪৭৬ জন। সোম ও মঙ্গলবার দু’দিনব্যাপী এসব উপকারভোগীদের মাঝে চেয়ারে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা হয়। উপাকারভোগীরাও আতিথিতায় গ্রহণ করে চাল। প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এসময় উপকারভোগীরা আনন্দের সাথে চাল গ্রহণ করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম আনিছ জানায়- বর্তমান করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব পন্থায় চেয়ারে বসে চাল বিতরণ করার উদ্যোগ নেয়া হয়। এতে তাদের সামাজিক দূরত বজায় রাখা চর্চা করা হচ্ছে। যাতে তাদের শেখানো অভ্যাসটি বাড়িতে যেয়ে নিজে করে এবং প্রতিবেশীদেরও চর্চা করায়। ফলে সামাজিক দূরত্ব সর্ম্পকে সকলের ধারণা থাকে।

উপরে