প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২০ ২১:২২

বগুড়া ফুলতলায় শতাধিক মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন তরুণ ব্যবসায়ী আহসান

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়া ফুলতলায় শতাধিক মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন তরুণ ব্যবসায়ী আহসান

করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়া ফুলতলায় মঙ্গলবার বিকেলে প্রায় দেড় শতাধিক অসহায় ও খেটে খাওয়া দিনমজুর মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পরিচালক এবং বগুড়া ইয়ূথ ফোরামের কার্যনিবার্হী সদস্য এ আর আহসান।ফুলতলা জামে মসজিদ কমিটির সহযোগিতায় খাদ্যসামগ্রীস্বরুপ অসহায় পরিবারগুলোর মাঝে ৪ কেজি চাল, ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, তেল এবং সাবান বিতরণ করা হয়েছে।

ভিড় এড়িয়ে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফুলতলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আশরাফুল আলম, রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সত্ত্বাধিকারী আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুর রহিম, মো: রবিন, শাহীন আলম, রুবেল ইসলাম প্রমুখ। নিজেদের সামর্থ্য যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত দেশের এই ক্রান্তিকালে আশেপাশের অসহায় সাধারণ মানুষগুলো যেন কখনো না খেয়ে না থাকে সেই লক্ষ্যে মানবিকতার স্বার্থে তাদের এই উদ্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান মানবিক তরুণ এই ব্যবসায়ী। সেই সাথে খাদ্যসামগ্রী বিতরনের পাশাপাশি দেশের স্বার্থে এবং নিজেদের জীবনের কথা চিন্তা করে সকলকে তিনি সচেতন থাকার মাধ্যমে সরকারী সকল নির্দেশনা মেনে চলার মাধ্যমে নিজ নিজ ঘরে থাকার আহব্বান জানান।

উপরে