প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২০ ১২:৩৩

কিশোরগঞ্জে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

সংস্পর্শে আসা ১ চিকিৎসক আইসোলেশনে
অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

নীলফামারীর কিশোরগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসককে ঢাকায় স্থানান্তর। তার সাথে থাকা অপর এক চিকিৎসককে আইসোলেশনে রাখাসহ ১৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ৯ টায় ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের উদ্যোশে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন যোগে ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ডাঃ আবু শফি মাহমুদ।

এছাড়া ওই চিকিৎসকের সংস্পর্শে থাকা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপর এক চিকিৎসককে হাসপাতাল চত্বর কোয়াটারে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আশা ১৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ডাঃ আবু শফি মাহমুদ জানান- আক্রান্ত ডাক্তারকে রাতে এ্যাম্বুলেন্স যোগে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর এক চিকিৎসককে আইসোলেশনে রাখাসহ ১৫ জনের নমুনা সংগ্রহের কথা জানান।

উপরে